সুন্দরবন রক্ষার দাবিতে খুলনায় মানববন্ধন
দৈনিক কালের কণ্ঠ
খুলনা অফিস, ২ সেপ্টেম্বর, ২০১৬
প্রতীকী বাঘ ও শাবককে সামনে রেখে সুন্দরবন রক্ষায় ব্যতিক্রম মানববন্ধন করেছে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।
কর্মসূচিতে বক্তারা বলেন, সুন্দরবনের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাসহ (ইসিএ) সংলগ্ন ভূমিতে দেড় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান নির্মিত হয়েছে বা হতে যাচ্ছে। এভাবে একের পর এক শিল্প-কারখানা, রামপাল বিদ্যুৎকেন্দ্র, ওরিয়ন বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে। তাই অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে।
ক্লিন-টিআইবি-সনাক ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিটি পরিচালনা করেন ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এম এ হালিম, মনোয়ারা বেগম, শামীমা সুলতানা শিলু, মাহবুব আলম প্রিন্স, ফিরোজ উদ্দীন, এস কে সাহা, জেসমিন জালান, সাঈদা ফারহানা, সুস্মিত সরকার, মামুনুর রশীদ, আসাদুজ্জামান, ক্লিনের নাসিম রহমান কিরন, সুবর্ণা ইসলাম দিশা, রেজাউল করিম জিতু, মাঈনুল ইসলাম সাকিব প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সুন্দরবনের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাসহ (ইসিএ) সংলগ্ন ভূমিতে দেড় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান নির্মিত হয়েছে বা হতে যাচ্ছে। এভাবে একের পর এক শিল্প-কারখানা, রামপাল বিদ্যুৎকেন্দ্র, ওরিয়ন বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে। তাই অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে।
ক্লিন-টিআইবি-সনাক ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিটি পরিচালনা করেন ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এম এ হালিম, মনোয়ারা বেগম, শামীমা সুলতানা শিলু, মাহবুব আলম প্রিন্স, ফিরোজ উদ্দীন, এস কে সাহা, জেসমিন জালান, সাঈদা ফারহানা, সুস্মিত সরকার, মামুনুর রশীদ, আসাদুজ্জামান, ক্লিনের নাসিম রহমান কিরন, সুবর্ণা ইসলাম দিশা, রেজাউল করিম জিতু, মাঈনুল ইসলাম সাকিব প্রমুখ।