ধরিত্রী দিবসের আলোচনায় বক্তারা : টেকসই উন্নয়নের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই

Daily Bhorer Dak
Monday, 25 April, 2016 at 12:00 AM
---------------------------------------------
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দারিদ্র্য ও পরিবেশ অঙ্গাঙ্গীভাবে জড়িত। এ অঞ্চলের পরিবেশ যেমন বৈচিত্র্যময় তেমনি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এ দেশের সবথেকে দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলোর একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এ অঞ্চলের দারিদ্র্য দূর করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ নিশ্চিত করা অতি জরুরি।

আজ (২২ এপ্রিল ২০১৬, শুক্রবার) ৫০তম ধরিত্রী দিবস উপলক্ষে এ্যাওসেড, ক্লিন, পরিবর্তন-খুলনা ও পথিকৃত-এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ক্লিন-এর চেয়ারপারসন সাজ্জাদুর রহিম পান্থ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন এ্যাওসেড-এর নির্বাহী পরিচালক শামীম আরফিন।

সভায় ধারণাপত্র পাঠ করেন ক্লিন-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। তিনি বলেন, এ বছরের ধরিত্রী দিবসটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই দিনেই স্বাক্ষরিত হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘প্যারিস ঘোষণা’। কিন্তু প্যারিস ঘোষণার সঙ্গে অর্থায়ন ও কার্বন নির্গমন কমানোয় কোনো স্পষ্ট লক্ষ্য দেখা যাচ্ছে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনিরুল হক বাচ্চু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবথেকে ক্ষতিগ্রস্থ অঞ্চলের একটি। পরিবেশ-প্রতিবেশ সংরক্ষিত না হলে আগামী দিনে এ অঞ্চল পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে উঠবে। দেশ-এর সভাপতি সাইফুল ইসলাম বলেন, দারিদ্র্য দূর করার জন্যও এ অঞ্চলে যথেষ্ঠ বিনিয়োগ প্রয়োজন। কিন্তু উন্নয়ন ও পরিবেশ এখন মুখোমুখি দাঁড়িয়ে গেছে। পরিবেশ রক্ষা করে কীভাবে সাধারণ মানুষের উন্নয়ন নিশ্চিত করা যায় সেটি নিয়ে ভাবা প্রয়োজন।

পানি অধিকার কমিটির হুমায়ুন কবির ববি বলেন, পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহে খুলনার উন্নয়ন হলে তা এ অঞ্চলের পরিবেশের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে এখনই পর্যালোচনা করা দরকার। সভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের যৌথ উদ্যোগ গ্রহণ করার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারীনেত্রী রেহানা আখতার, পথিকৃৎ-এর নির্বাহী প্রধান কিউ এস ইসলাম মুক্ত, পরিবর্তন-খুলনা’র নাজমুল আযম ডেভিড, শিরিন পারভীন, ইমরান ইমন, এ্যাওসেড-এর হেলেন খাতুন, আব্দুর রহিম, সুমন বিশ্বাস, ক্লিন-এর রেজাউল করিম জিতু প্রমূখ।
হেলেন খাতুন, সহকারী সমন্বয়কারী, এ্যাওসেড, খুলনা।

Popular Articles

নির্বাচনী ইশতেহারে দক্ষিণাঞ্চলের কৃষি রক্ষার বিষয়টি অন্তর্ভূক্ত করতে হবে

সুন্দরবন রক্ষার দাবিতে অভিনব প্রতিবাদ

Housing for Cyclone Aila affected Forest Peoples of Dacope and Koyra Upazila under Khulna Districts